Admission | |
---|---|
দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরা, ঢাকায় ভর্তি চলছে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও মাদানী নেসাবের সমন্বয়ে পরিচালিত সম্পূর্ণ এরাবিক মিডিয়াম একটি কওমি মাদরাসা। আল-আযহার, মদিনা এবং কায়রো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনকারী এক ঝাঁক মেধাবী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়েই প্রতিষ্ঠানটি সুধীমহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মানের সিলেবাস, উন্নত শিক্ষাদান-পদ্ধতি, সম্পূর্ণ আরবি ভাষায় পাঠদান ও উন্নত আবাসিক ব্যবস্থার সমন্বয়ে একেবারেই স্বতন্ত্র একটি কওমী মাদরাসা। বহুমাত্রিক চ্যালেঞ্জের এই যুগে নতুন প্রজন্মকে আরবি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন করার পাশাপাশি সকল বিষয়ে যোগ্য আলিম ও দাঈ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দৃঢ় পায়ে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। ১৪৪১-১৪৪২ হি. শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিভাগসমূহে ভর্তি চলছে ১- আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ (খ) তাইসির থেকে শরহে বেকায়া। (ই’দাদিয়া থেকে সানাবিয়া) ✒️বৈশিষ্ট 📋ভর্তি_শুরুঃ ১২ই রামাদ্বান ১৪৪১ হিজরী 📌ফরম সংগ্রহঃ ১২ই রামাদ্বান থেকে ৮ই শাওয়াল পর্যন্ত মাদরাসার অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে। অথবা নিম্নোক্ত গুগল ফরমের মাধ্যমেও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। 📒বিস্তারিত যোগাযোগঃ মোবাইলঃ 01772-181605 01847-339831 |