Notice Board

করোনা প্রাদুর্ভাবের কারণে ৫০% মাসিক ফি মওকুফে ভর্তি চলছে

11, Jun, 2020

করোনা প্রাদুর্ভাবের কারণে ৫০% মাসিক ফি মওকুফে দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরা, ঢাকায় ভর্তি চলছে
________________________________

মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও মাদানী নেসাবের সমন্বয়ে পরিচালিত সম্পূর্ণ এরাবিক মিডিয়াম একটি কওমি মাদরাসা। আল-আযহার, মদিনা এবং কায়রো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনকারী এক ঝাঁক মেধাবী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়েই প্রতিষ্ঠানটি সুধীমহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মানের সিলেবাস, উন্নত শিক্ষাদান-পদ্ধতি, সম্পূর্ণ আরবি ভাষায় পাঠদান ও উন্নত আবাসিক ব্যবস্থার সমন্বয়ে একেবারেই স্বতন্ত্র একটি কওমী মাদরাসা। বহুমাত্রিক চ্যালেঞ্জের এই যুগে নতুন প্রজন্মকে আরবি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন করার পাশাপাশি সকল বিষয়ে যোগ্য আলিম ও দাঈ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দৃঢ় পায়ে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

উক্ত প্রতিষ্ঠানে ১৪৪১-১৪৪২ হি. শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিভাগসমূহে ভর্তি চলছে…

১- আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ
( মিশরী অভিজ্ঞ হাফেজ দ্বারা পরিচালিত)
২- কিন্ডারগার্টেন ও নূরানী বিভাগ
(আরবি এবং ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ)
৩- কিতাব বিভাগঃ
(ক) সাফফুল হুফফাজঃ সদ্য হিফজ সম্পন্নকারী ছাত্রদের জন্য বিশেষ ক্লাস। ১ বছরে তাইসীর ও মীযান জামাত সম্পন্ন করার পাশাপাশি আরবি ভাষায় বিশেষ যোগ্যতা অর্জন করার সুযোগ।

(খ) তাইসির থেকে শরহে বেকায়া। (ই’দাদিয়া থেকে সানাবিয়া)
৪- আদব বিভাগ (আরবি সাহিত্য বিভাগ)

✒️বৈশিষ্ট
★আল-আযহার-এর কারিকুলাম, দরসে নেজামী এবং মাদানী নেসাবের সমন্বয়ে প্রণীত সিলেবাস।
★ সানাবিয়্যাহ (উচ্চমাধ্যমিক) সম্পন্ন করে আল-আযহারে ভর্তি হওয়ার সুযোগ৷ (মুয়াদালার কার্যক্রম প্রক্রিয়াধীন।)
★বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ।
★ সম্পুর্ন আরবি মাধ্যমে পরিচালিত।
★ কওমী মাদরাসা ও আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত মেধাবী শিক্ষকমণ্ডলী।
★ আধুনিক ও সহজ পদ্ধতিতে শিক্ষাদান।
★ মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান।
★ উত্তরা সেক্টরের ভেতর উন্নত আবাসিক ব্যবস্থা।
★ তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার প্রদান।

#শিক্ষক_মণ্ডলী
_____________________
১. শায়খ সানাউল্লাহ আযহারী
এমফিল গবেষক, আল আযহার বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা পরিচালক, মানারাতুত তিবয়ান, কায়রো, মিশর
মুহতামিম, দারুল আরক্বাম আল ইসলামিয়া, ঢাকা

২. শায়খ শাহেদ হারুন
এমফিল, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর
লেকচারার, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর

৩. শায়খ শাব্বির আহমদ খান
এমফিল গবেষক, কায়রো বিশ্ববিদ্যালয়, মিশর
সাবেক মুহাদ্দিস, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা

৪. শায়খ মোহাম্মদ নোমান
তাকমিল ফিল হাদিসে বেফাকে প্রথম স্থান অধিকার
অনার্স, আল আযহার বিশ্ববিদ্যালয়
এমফিল গবেষক , কায়রো বিশ্ববিদ্যালয়, মিশর

৫. শায়খ আবু দাউদ
অনার্স, আল আযহার বিশ্ববিদ্যালয়

৬. শায়খ আবু ইউসুফ আল-আযহারী
অনার্স, আল আযহার বিশ্ববিদ্যালয়
মাস্টার্স, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়।

৭. শায়খ সালমান মাহবুব
অনার্স, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর
সাবেক মুশরিফ, আদব বিভাগ
জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মুসলিম বাজার, ঢাকা
এ ছাড়াও এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছেন।
#ভর্তি_ফি
৫০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র)

#মাসিক_বেতন
*পূর্বে ৭ হাজার ।
৫০% ফি মওকুফে বর্তমানে ৩৫০০/= (পয়ত্রিশ শত টাকা মাত্র)
(এই ছাড়টি শুধুমাত্র কিতাব বিভাগ ও আদব বিভাগের জন্য)

📋ভর্তির_শেষ তারিখ: ১৮ ই শাওয়াল ১৪৪১ হিজরী
১১ই জুন ২০২০ ইংরেজি রোজ বৃহস্পতি বার

📝√ভর্তি পরীক্ষাঃ

সরাসরি ও অনলাইন উভয় মাধ্যমে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে।

অথবা নিম্নোক্ত গুগল ফরমের মাধ্যমেও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

shorturl.at/cnLX5

📒বিস্তারিত যোগাযোগঃ
দারুল আরকাম আল-ইসলামিয়া ঢাকা
বাসাঃ ৪০, রোডঃ ১৬
সেক্টরঃ ১২, উত্তরা, ঢাকা-১২৩০

মোবাইলঃ 01772-181605 01847-339831
ই-মেইলঃ darularqamazhar@gmail.com
ওয়েব: www.aircbd.org

মুহতামিম
শায়খ সানাউল্লাহ আযহারী
প্রতিষ্ঠাতা পরিচালক
মানারাতুত-তিবয়ান, কায়রো, মিশর